দ্য $১০০ স্টার্ট আপ :
ট্র্যাডিশনাল ক্যারিয়ারের দ্বার বন্ধ হয়ে গেলে, দুঃখ পাওয়া খুব সহজ। কিন্তু ক্রিস গুইলিবিউ সব জায়গায় সুযােগ দেখতে পান। আপনার প্যাশন থেকে ক্যারিয়ার গড়ে তােলা একটি স্বপ্নের মতাে কিন্তু এটি সরলসােজা। এই বইয়ে তিনি দেখিয়েছেন, কীভাবে তা করা যায়। একবারে একটি করে স্টেপ নিতে হয়।