“আর্মি কমান্ডো কোর্স” নামের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কষ্টসাধ্য প্রশিক্ষণ শেষে একজন প্যারা কমান্ডোর জন্ম হয়। ২৬ সপ্তাহব্যাপী কঠোর ট্রেনিং শেষে প্রস্তুত হওয়া কমান্ডো সদস্য থেকে, বাছাই করা কমান্ডোদের নিয়ে একটি স্পেশাল ফোর্সেস (Special Forces) বা বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী গড়ে ওঠে। এই বাহিনীর সংগঠন, প্রশিক্ষণ, কার্যপরিধি, জীবনযাপন, অপারেশনাল দায়িত্ব সবকিছুই ভিন্নধর্মী। প্রতিদিনের রুটিন কার্যক্রমের অবসরে তাঁদের বারংবার স্মরণ করিয়ে দেয়া হয়, কমান্ডো হিসাবে তাঁর নিজ জীবনের চেয়ে মিশনের গুরুত্ব বেশি। দেশের স্বার্থে যে-কোনো সময়ে, জলে, স্থলে ও আকাশপথে যে-কোনো অপারেশনে তাঁরা তাঁদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত! তাঁদের মোটো (Motto) “ডু অর ডাই” (Do or Die) এবং “লাভ ইট অর লিভ ইট” (Love it or leave it), সকল কমান্ডো অস্তিত্বে ধারণ করেন।