শেখ রাসেল ছিলেন ভীষণ দুষ্ট। তাঁর দুষ্টুমির সঙ্গী ছিল বাই-সাইকেল। আট-দশটা সাধারণ শিশুদের মতই তার চলাফেরা ছিল, থাকত না কোনো প্রটোকল। বিনা প্রটোকলে সে স্কুলে যাতায়াত করত। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। প্রেসিডেন্টের ছেলে নিজেকে কখনোই সেভাবে প্রকাশ পায় নি, পেয়েছে একজন মানবতাবোধ সম্পন্ন একজন শিশু। সবার প্রতি তার ভালোবাসা, সহমর্মিতা, মানবতা দেখতে পাওয়া যায় তার চরিত্রে।
Related products