দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড:
সাধারণ শিক্ষিত লােক ছাড়াও বিজনেস গ্রাজুয়েটদের অনেকের মধ্যে সেলসম্যানশিপে অনীহা দেখায়। বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি, বিভিন্ন বই পড়েছি, কিন্তু মনে হয়নি কোনাে বই পাঠকদের সেলসম্যানশিপের ভীতি দূর করতে পারছে বা পারবে। বিশ্বখ্যাত আত্মউন্নয়নমূলক বইয়ের লেখক অগ মাভিনাের ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড' এই বইটি পড়ে মনে হলাে, কেউ যদি ভালােভাবে বইটি পড়ে তাহলে তার সেলসম্যানশিপের ভীতি দূর হবে। এবং তিনি একজন ভালাে সেলসম্যান হতে পারবেন। সেই থেকেই ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ বইটি অনুবাদের ইচ্ছে হলাে।
Related products