আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার বায়না ধরে, কখনোও-বা কিছু পড়তে চায়। তখন আপনি কী করেন? কী গল্প শুনিয়ে দেন? আচ্ছা, তাদের হাতে কি রূপকথার কোনো গল্পের বই তুলে দেওয়া কথা ভাবছেন? তাহলে নিশ্চিত থাকুন- মনের অজান্তেই শিশুর মনে শিরক ও কুফরের বীজ বপন করে দিচ্ছেন।
অথচ, পবিত্র কুরআনেই রয়েছে অসংখ্য চমৎকার কাহিনি, ভ্রমণ বৃত্তান্ত, পৃথিবীর সেরা ব্যক্তিদের জীবনী, মন্দ লোকদের করুণ ইতিহাস, শিক্ষামূলক ঘটনা, সঠিক পথে পরিচালিত করার দিক-নির্দেশনা, দুআ ও প্রার্থনা। এসবই আমাদের আলোর পথ দেখিয়ে দিতে পারে। কুরআনুল কারিমের অনুপম কাহিনিগুলো পড়ে আমাদের শিশুরা তাদের জীবনের দিশা খুঁজে পাবে। শিশু-মনে বিশ্বাসের পরশ বুলিয়ে দিতেই ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ।
এ সিরিজ শিশুদের জন্য দারুণ এক উপহার। এ সিরিজ পড়ে শিশুরা সাহসী, আত্মবিশ্বাসী, সত্যবাদী এবং মা-বাবার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ।
ইবরাহিম (আ.) ও পাখিগুলো-১ মৃত পাখিরা ছুটে এলো। কেন? কীভাবে? কুরআন থেকে নেওয়া সেই অসম্ভব ঘটনাই সুন্দর অলংকরণের মাধ্যমে এ বইয়ে তুলে ধরা হয়েছে। এই কাহিনিতে আখিরাতের পর আল্লাহ তায়ালা সবাইকে পুনরায় জীবিত করে হাশরের ময়দানে তুলবেন- এই শিক্ষাই আমরা পাই।
ইয়াসরিবের অধিবাসীরা-২
হানাহানি, মারামারি ও যুদ্ধে লিপ্ত চিরশত্রু দুটি গোত্র কীভাবে এক হয়ে পরম বন্ধু বনে যায়, তার চমৎকার বর্ণনা রয়েছে এই গল্পে। এই কাহিনি পড়ে আমরা সর্বদা মিলেমিশে চলার শিক্ষা পাই। নিজেদের মধ্যে বিভেদ শত্রুদের সুযোগ তৈরি করে দেয় এবং শত্রুরা তাদের সুবিধার জন্য সব সময় এই বিভেদের মধ্যে সবাইকে রাখতে চায়। অপরদিকে ইসলাম একে অপরকে ভাই-ভাই করে দেয়
মৃত্যুপুরীতে একশো বছর-৩
আল্লাহ তায়ালার অসীম ক্ষমতার এক বিস্ময়কর প্রকাশ কুরআনুল কারিমের এই গল্প। মৃত্যুর পর আল্লাহ তায়ালা সব মানুষকে পুনরায় জীবিত করে তুলবেন এবং বিচার করবেন- গল্প থেকে আমরা এ শিক্ষাই পাব এবং এ বিশ্বাসই তৈরি হবে।
কারুনের ধন-৪
বিপুল ধন-সম্পদের অধিকারী অহংকারী কারুনের পতনের করুণ কাহিনি এখানে বর্ণনা করা হয়েছে। এই গল্প থেকে সব সময় আমরা দান-সাদাকা করার শিক্ষা অর্জন করব। শিখব, ধন-সম্পদের মোহে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। গরিব-দুঃখীদের ঘৃণা না করে সাহায্য-সহযোগিতা করার শিক্ষা পাব।
গুহাবাসী যুবকেরা-৫
অত্যাচারী রাজার হাত থেকে সাত যুবককে আল্লাহ তায়ালা গুহার ভেতরে কীভাবে শতশত বছর বাঁচিয়ে রেখেছিলেন, সেই গল্পটা এখানে জানব। কুরআনুল কারিমের এ গল্প আমাদের সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। আমরা এসব শিখব- তায়াক্কালতু আলাল্লাহ।