ধ্বংস নগর:
অশুভ এক দর্শন বুকে করে বয়ে এনে দেশের মাটিতে পা রাখেন জুবায়ের খান। মনে মনে আঁকতে থাকেন ভবিষ্যৎ ওলট পালট করে দেবার ভয়ঙ্কর এক খ্যাপাটে ছক। দাবার গুটি হিসেবে বেছে নেন দিমিত্রি ও আব্বাস শেখের মতো অন্ধকার জগতের মানুষদের, আর ব্যবহার করতে শুরু করেন নিশি ও পরিমল বাবুর মতো নিরপরাধ কয়েকজনকে। ক্রুর এক অহংবোধ দিয়ে তিনি প্রমাণ করেই ছাড়বেন তার পাগলাটে দর্শন, ‘পৃথিবী শুধুই যোগ্যদের জন্যে। অযোগ্যদের শারীরিক মুক্তি ছাড়া যোগ্যদের এগোনো সম্ভবপর নয়, উন্নতিও অসম্ভব।' অন্ধকার এই দর্শনকে ঘিরে মিনহাজ রহমানের মৌলিক থ্রিলার 'ধ্বংসনগর'।
Related products