পয়গাম্বরে রহমত:
বিশ্ববাসীর জন্য রহমতের বারতা নিয়ে আগমন করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। মানবের জাগতিক ও আধ্যাত্মিক মুক্তির জন্য তিনি যে ঐশী জীবনদর্শন উপস্থাপন করেন, আজকের বিশ্বমানব তা থেকে বহুক্রোশ দূরে। ফলশ্রুতিতে জাতিতে জাতিতে হানাহানি, যুদ্ধ-বিগ্রহ, অশান্তি আর রক্তপাত যেন থামছেই না। প্রমাণ হয়েছে বিশ্বমানবকে ফিরে যেতেই হবে বিশ্বশান্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর আনীত সেই শান্তিময় জীবনধারায়। তাই সময়ের চাহিদা ও পরিস্থিতিকে সামনে রেখে মুসলীম অমুসলীম নির্বিশেষে গোটা মানবজাতির কাছে ইসলামের মহান পয়গাম্বরের জীবনাদর্শকে নতুন বিশ্লেষণে উপস্থাপন করা খুবই অত্যাবশ্যক। ইরানের ইসলামী বিপ্লবের বিদগ্ধ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফা.) তাঁর গভীর প্রজ্ঞা এবং মুসলিম জাতির নেতৃত্ব প্রদানের সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বয়ানে মহানবী (সা.) সম্পর্কে সেই বিশ্লেষণ তুলে ধরেছেন, যেগুলো স্থান পেয়েছে এই সংকলনে। বিশেষ করে নতুন প্রজন্ম এই বইয়ের মধ্যে খুঁজে পাবে তাদের মনের খোরাক।
Related products