বিশ্বব্যাপী আমেরিকার রাহাজানি ও নাশকতা:
আপনি কি জানেন, 'আমেরিকান'রা আসলে আমেরিকান নয়? কীভাবে গঠিত হয়েছিল আজকের যুক্তরাষ্ট্র? কীভাবে 'স্বাধীন' হয়েছিল?
জানেন কি, টেক্সাস ছিল স্বাধীন রাষ্ট্র? সেই স্বাধীন টেক্সাসকে দখল ও আত্মসাৎ করে নিয়েছে যুক্তরাষ্ট্র? আপনি কি জানেন, মেক্সিকোর উত্তরাঞ্চলের অর্ধেকটাই গ্রাস করেছে যুক্তরাষ্ট্র? স্বাধীন হাওয়াই রাষ্ট্রকেও আত্মসাৎ করেছে? আপনি কি জানেন, চিলি, ইন্দোনেশিয়া, ইরান এবং আরও অনেক দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে যুক্তরাষ্ট্র? দেশে দেশে নির্বাচিত সরকার ও গণতন্ত্র উচ্ছেদ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে? ব্যাপক গণহত্যায় মদদ দিয়েছে?
ইতিহাস নয়, এ বইয়ের উপজীব্য যুক্তরাষ্ট্রের রাহাজানি ও নাশকতা। কিন্তু এর ঐতিহাসিক পটভূমি জেনে রাখা জরুরি। পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় থেকে বর্তমান কাল পর্যন্ত বিশ্বের দেশে দেশে চলেছে
যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও রাহাজানি/নাশকতা।
যুক্তরাষ্ট্র গোপনে ও প্রকাশ্যে অন্যের দেশে হস্তক্ষেপ করে, আক্রমণ করে, আক্রমণের হুমকি দেয়, সরকার উৎখাত করে, দেশপ্রেমিক রাজনীতিকদের হত্যা করে, দালাল ও সন্ত্রাসবাদী গোষ্ঠী সৃষ্টি করে, পোষ্য সরকার ও সন্ত্রাসবাদী চক্রকে অর্থ ও অস্ত্র দেয়, অন্তর্ঘাত চালায়, দখল করে, সন্ত্রাসবাদীদের লেলিয়ে দেয় এবং সর্বপ্রকার রাহাজানি চালায়। রাহাজানি নিশ্চয়। নইলে এটাকে আপনি কী বলবেন?