এই সংকলনে উল্লেখযোগ্য কিছু লেখকের লেখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর কতিপয় ভাষণ নিয়ে এ সংকলন গ্রন্থের সম্পাদনা করে ‘বিশ্বশান্তি’ই যে বঙ্গবন্ধুর জীবন দর্শনের মূলনীতি তা প্রমাণের একটি উদ্যোগ নেয়ার পাশাপাশি এক্ষেত্রে গবেষক ও অনুসন্ধিৎসুদের ইস্পৃহাকে জাগ্রত করার চেষ্টা করেছি মাত্র। এ সংকলন গ্রন্থের কারণে সে ইস্পৃহা যদি কারো মনে জাগরূক হয় তবেই আমার প্রয়াস সার্থক হবে বলে মনে করি। এ গ্রন্থে যাঁদের লেখা সংকলিত করা হয়েছে তাঁদের সহ প্রকাশকের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ড. মশিউর মালেক