পলাশী থেকে ধানমন্ডি : নবাব থেকে শেখ মুজিব একটি সম্পাদিত গ্রন্থ। গ্রন্থটিতে ১৯৫৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ওপর রচিত বিশিষ্টজনদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ স্থান পেয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যে সমস্ত আন্দোলন, বিদ্রোহ ঘটে গিয়েছে তাঁর আংশিক উল্লেখযোগ্য ঘটনা এ বইটিতে স্থান পেয়েছে।
নবাব সিরাজউদ্দৌলা এবং রাষ্ট্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়েই বাংলা সহজ—সরল—লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত পদদলিত, মানুষের কথা বলেছেন। একমাত্র বঙ্গবন্ধুই তাদের কথা মাথায় রেখে পরিকল্পিত কল্যাণময় অর্থনীতি চালু করেছিলেন। এবং আজকের বাস্তবতায় বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই সুখী—সমৃদ্ধ, সবার জন্য বাসযোগ্য সোনার বাংলা কায়েম সম্ভব। আর এটিই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের প্রকৃষ্ট পথ।
এম. জাকারিয়া