বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংগঠনিক তৎপরতা, রাজনৈতিক দূরদর্শিতা, মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা, বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের বিজয়গাথা নিয়েই গ্রন্থটি রচিত। গ্রন্থটি তিনটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ের শুরুতেই দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্রের জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়েছে। একইসাথে কলকাতায় শেখ মুজিবের ছাত্রজীবন, ভাষা আন্দোলনে শেখ মুজিবের ভূমিকা, যুক্তফ্রন্ট নির্বাচনের পূর্বাপর ও শেখ মুজিব, শেখ মুজিবের কারাজীবন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণঅভ্যুত্থান শেখ মুজিব ও বাংলাদেশ, ‘বঙ্গবন্ধু’ উপাধি গ্রহণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা, ৭০-এর নির্বাচন, অসাম্প্রদায়িক রাজনীতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব ইত্যাদি প্রসঙ্গ নিয়েও সংক্ষিপ্ত বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে গ্রন্থটির প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস বিষয়ে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। ৭ মার্চের ভাষণ দিয়ে শুরু করা হলেও এই অধ্যায়ে আরো যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে সকল বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ২৫ মার্চে বঙ্গবন্ধুর গ্রেফতার প্রসঙ্গ, পাকিস্তানের কারাগারের কিছু ঘটনা, মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকারের শেষের কয়েকটি দিন, ১৯৭১ সালে ভারত যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িয়েছিল, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী ও ঢাকা দখল, ১৯৭১ সালের সংবাদপত্রগুলোতে ভারত বিরোধী প্রচারণা কী পরিমাণ ছিল প্রভৃতি বিষয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। অধিকন্তু দ্বিতীয় অধ্যায়ে মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস নিয়েও একটি সংক্ষিপ্ত চালচিত্র খুঁজে পাওয়া যায়। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাসে নীলফামারী, ইছামতির যুদ্ধে মিত্রবাহিনী বনাম পাকিস্তান বাহিনী ও সৈয়দপুরের আত্মসমর্পণ ইত্যাদি বিষয়েও আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শিরোনামে সাজানো হয়েছে। তৃতীয় অধ্যায়ের শুরু হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গটি দিয়ে। ১০ জানুয়ারি ওই দিনটি তুলনা করা হয়েছে অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে। তিনি বাংলাদেশে ফিরে এসেই একটি অর্থনৈতিক বিপ্লবের ডাক দিয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছরের শিশু বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব কী কী করেছিলেন সে বিষয়েও রয়েছে তথ্য-উপাত্ত, বঙ্গবন্ধুর কৃষি বিপ্লব নিয়েও রয়েছে সংক্ষিপ্ত বিশ্লেষণ, রয়েছে বদলে যাওয়া বাংলাদেশের নানা উন্নয়ন-অগ্রগতির ফিরিস্তি, অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্তে বাংলাদেশ কীভাবে প্রবেশ করলো সে সকল প্রসঙ্গ বাদ যায়নি। একই সাথে বাংলাদেশের নবপরিচয়ের রূপকার শেখ হাসিনার নানা পরিকল্পনা নিয়েও রয়েছে বিশ্লেষণ, বঙ্গবন্ধুর সোনার বাংলা সৃষ্টিতে বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েও আলোচনা রয়েছে গ্রন্থটির তৃতীয় অধ্যায়ে।