বাঙালি ইতিহাসের এক কালো অধ্যায় ১৫ আগস্ট। ঐদিন জাতির জনক বঙ্গবন্ধুসহ সপরিবারে নিজ বাসায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে দেশি-বিদেশি চক্রান্তে হত্যা করা হয়। ছোট্ট সোনামণি শেখ রাসেলের কী দোষ ছিল? তাকেও হত্যা করতে হয়েছিল। শিশু সোনা রাসেলকে বুলেটের আঘাতে হত্যা করার আগেই কয়েকবার হত্যা করা হয়েছিল। এগারো বছরের শিশু রাসেল আতঙ্কিত হয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, ‘আমি মায়ের কাছে যাবো’। এরপর মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করেছিলেন, ‘আমাকে হাসু আপার (বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে পাঠিয়ে দিন’। পৃথিবীতে যুগে যুগে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু এমন নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিক হত্যাকাণ্ড আর কোথাও ঘটেনি।
Related products